Type Here to Get Search Results !

বদরগঞ্জে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

আকাশ রহমান,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার রামনাথপুর ইউনিয়নের চৌরির বিল নামক গ্রামের আব্দুর রাজ্জাক, মনুজা বেগম, মুক্তা বেগম, মোস্তারিনা, মোমিনা ও ছাগিরা বেগম নামে দাদন ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শান্তিনগর বাজারে ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা জানান, আব্দুর রাজ্জাক, মনুজা বেগম, মুক্তা বেগম, মোস্তারিনা, মোমিনা ও ছাগিরা সহ দীর্ঘদিন থেকে দাদন ব্যবসার সঙ্গে জড়িত।মানুষের অভাবের সুযোগকে কাজে লাগিয়ে চরা সুদে দাদন ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। স্ট্যাম্প ও চেকের বিপরীতে চরা সুদে টাকা দিয়ে সুদাসলে কয়েকগুণ আদায় করার পরেও স্ট্যাম্প ফেরত দেয় না। তাদের চরা সুদ দিতে ব্যর্থ হয়ে অনেকেই বাড়িছাড়া হয়েছেন। কয়েকজন তাদের দাবি পূরণে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নিতে বাধ্য হয়েছেন জানান এলাকাবাসী। তাঁদের এ অপকর্ম থেকে মুক্তি পেতে ভুক্তভোগী ও গ্রামবাসী মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী আলো রানী বলেন, মোস্তারিনার কাছে ১৫ হাজার টাকা নিয়েছি ৭০ হাজার টাকা দিয়েছি, এখন আবারও ৮০ হাজার টাকার দাবি করছে। এই টাকা দেওয়ার ভয়ে ঢাকায় পালাতে চান তিনি। আরেক ভুক্তভোগী কমলা রানী বলেন, ছাগিরা বেগমের কাছে ১০ হাজার টাকা নিছি। ৩ লাখ টাকা সুদ দিছি আরো টাকা চায়, টাকা দেয়নি তাই রাস্তায় ধরে মারধর করছে। আরো অনেকের তো স্বামীরা বাড়িতে থাকে না টাকা দেওয়ার ভয়ে পালিয়ে গিয়েছে। দাদন ব্যবসায়ী মুক্তা বেগম ও মোস্তারিনা সঙ্গে কথা বললে তারা জানান, আমরা ধান দিয়েছে খই বাড়ানোর জন্য। উনারা খইয়ের ব্যবসা করে। এখন ধানের টাকা নিতে গেলে উল্টো বলে টাকা দেব না কি করার আছে করেন। এখন শুনতেছি আমাদের বিরুদ্ধে মানববন্ধন করছে আমরা নাকি সুদ ব্যবসায়ী।
বিভাগ