এস.এম.রকি,খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি : আগামী ২০২৫-২৬ সেশনের জন্য দিনাজপুরের খানসামা উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মো: আনিসুর রহমান ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো: সামিউল ইসলাম।
আজ বুধবার দুপুরে পাকেরহাটস্থ উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা গঠন শেষে সেক্রেটারি নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো: রবিউল ইসলাম ও অফিস সম্পাদক শহিদুল ইসলাম খোকনসহ বিভিন্ন দায়িত্বশীলগণ।
এছাড়াও এদিন উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি হিসেবে ইকবাল হোসেন, মনিরুজ্জামান জিহাদী ওলামা ও তারবিয়াত বিভাগের সভাপতি , আব্দুল্লাহ আল কাফি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আসেদ আলী যুব বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি উপজেলা জামায়াতে ইসলামীর সদস্যদের (রুকন) ভোটের মাধ্যমে নতুন মেয়াদে আমীর নির্বাচন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের পুনরায় নির্বাচিত সেক্রেটারি সামিউল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সবার দোয়া ও সহায়তা কামনা করছি।
উল্লেখ্য, গত মেয়াদেও মাওলানা মো: আনিসুর রহমান আমীর ও মো: সামিউল ইসলাম সেক্রেটারি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বে ছিলেন।