Type Here to Get Search Results !

শিশু কানন প্রি- ক্যাডেট এন্ড হাইস্কুলের নতুন ভবনে পাঠদান শুরু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : পলাশবাড়ী পৌর শহরের ঘোড়াঘাট সড়ক সংলগ্ন শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের নতুন ভবনে প্রাথমিক শাখার পাঠ দানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক রুহুল আমিন মন্ডল।
আজ বুধবার সকাল ৯ ঘটিকায় উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরন করে নেয় প্রতিষ্ঠান পরিচালক রুহুল আমিন মন্ডল ও পরিচালকের একমাত্র কন্যা তাসনিয়া আমিন অহনা। শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল এর প্রধান কার্যালয় হতে পঞ্চাশ গজ দক্ষিণে নতুন ভবনে এসময় প্রতিষ্ঠান পরিচালক রুহুল আমিন মন্ডল ও প্রতিষ্ঠান পরিচালকের একমাত্র কন্যা তাসনিয়া আমিন শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক,শিক্ষক ও স্কুল কর্মকর্তা কর্মচারীদের কেও ফুলেল শুভেচ্ছা জানান।
বিভাগ