Type Here to Get Search Results !

পীরগঞ্জ সীমান্তে ৪ মাদক কারবারি আটক

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে কতৃর্পক্ষ ৪ মাদক কারবারিকে মাদক সহ আটক করেছে। পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এন.এম ইশফাকুল কবীর সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন- পাহাড়পুর গ্রামের নুরুল হুদার পুত্র আহমেদ তানভীর হুদা (৪৫), একই এলাকার কহিনুর ইসলামের পুত্র রাব্বি ইসলাম (২৫), ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার সাজু মিয়ার কন্যা রামিসা জাহান নুপুর (১৮) ও পুরাতন নিউ টাউন এলাকার আলতাফ হোসেনের কন্যা মুক্তা বেগম (১৯) কে বিজিবি কতৃর্পক্ষ সোমবার গ্রেফতার করেন।
গ্রেফতার করার সময় আসামীদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন সেট, নগদ টাকা, একটি প্রাইভেট কার ও ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। আসামীরা ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে সেচ্ছায় অপরাধের কথা স্বীকার করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন.এম ইশফাকুল কবীর, আহমেদ তানভীর হুদাকে ৫,০০০/— টাকা, রাব্বি ইসলাম, রামিসা জাহান নুপুর ও মুক্তা বেগমকে ৫০০/— টাকা করে অর্থ দন্ড প্রদান করা সহ সকলকে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিভাগ