Type Here to Get Search Results !

বেশী দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জেল ও জরিমানা

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধ উপায়ে সার মজুদ ও সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রির অপরাধে মেসার্স এলাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী হাছেন আলী (৪৫) নামে এক নন ডিলার সার ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং মেসার্স মা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী অমল চন্দ্র রায় (৫৪) নামে আরেক নন ডিলার সার ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন যৌথবাহিনী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
২৯ নভেম্বর রাতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সার মজুদ এবং বেশি দামে বিক্রির সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন এই জেল ও জরিমানা প্রদান করেন। এছাড়া এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অন্যের লাইসেন্স ব্যবহার করে সার ব্যবসা করার সত্যতা অভিযানে মিলেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সারের দোকান ও গুদামে অবৈধভাবে সার মজুদ এবং বেশি দামে সার বিক্রির অভিযোগ পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে মেসার্স এলাহী ট্রেডার্স নামে একটি সারের দোকানে প্রতি বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত ১৩৫০ টাকার পরিবর্তে ১৭৫০ টাকায় বিক্রির সত্যতা মিলে।
এছাড়া অন্য ব্যক্তির নামে সরকারি লাইসেন্স নিয়ে নিজের নামে তা পরিচালনা করা এবং সরকারি বরাদ্দকৃত সার বাজারে বিক্রি না করে বেআইনিভাবে ৭৭৭ বস্তা টিএসপি এবং ১ হাজার ৬০০ বস্তা পটাশ সহ মোট ২ হাজার ৩৭৭ বস্তা সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টার প্রমাণ পায় যৌথবাহিনী।
পরে ভ্রাম্যমাণ আদালতে এলাহী ট্রেডার্সের স্বত্বাধিকারী হাছেন আলীকে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং মজুদকৃত সার জব্দ করার নির্দেশ দেন। এছাড়া সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে একই আইনে মেসার্স মা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী অমল চন্দ্র রায়কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে সাজাপ্রাপ্ত নন ডিলার সার ব্যবসায়ী হাছেন আলীকে দেবীগঞ্জ থানা পুলিশের মাধ্যেমে শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দেবীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইনজামাম, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা সহ দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন বলেন, প্রশাসন এবং যৌথবাহিনীর অভিযানে বেআইনিভাবে সার মজুদ করা ও বেশি দামে সার বিক্রির দায়ে হাছেন আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- এবং অমল নামে আরেক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা দুইজনই অন্যর লাইসেন্স ব্যবহার করে সার ব্যবসা করে আসছিল।
এছাড়া সারের সরকারি লাইসেন্স যেই ব্যাক্তির ছিল সেটি বাতিলের জন্য কৃষি অফিসকে বলা হবে। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।
বিভাগ