Type Here to Get Search Results !

পীরগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মিলনবাজার নামক স্থানে এক ব্যক্তির বসত বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। ৬টি সেমি পাকা দোকান ঘর, বসত বাড়িতে ব্যাপক ভাংচুর করে ৩২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার বাদী আব্দুস সালাম এজাহারে বর্ণনা করেন। রবিবার পীরগঞ্জ থানা পুলিশ দু পক্ষের ২টি মামলা রুজু করেছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত নজিব উদ্দিনের পুত্র আব্দুস সালাম পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ মৌজার জেএল নং— ১১ খতিয়ান নং— ৪০৯, দাগ নং— ৬৩ ও ৪৬, ২৭ শতক জমিতে আব্দুস সালাম প্রকৃত মালিকের কাছ থেকে দলিল মূলে ক্রয় করিয়া সেমি পাকা বাড়ি, বাড়ির পশ্চিম পাশে পাকা সড়ক সংলগ্ন ৬টি সেমি পাকা দোকান ঘর নিমার্ণ করিয়া শান্তিপূর্ণ ভোগদখলে ছিল।
শুক্রবার সকালে এলাকার মনিরুজ্জামান রয়েল, মোশারফ হোসেন জুয়েল, মোকারম হোসেন রতন সহ ৭ জন ও ৪০/৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটায় বলে থানায় দাখিল কৃত এজাহারের মাধ্যমে জানা যায়। ঘটনার সময় আব্দুস সালাম ও মোশারফ হোসেনের বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও মারামারি হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে মোশারফ হোসেন ওরফে জুয়েল ১২ জন ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামীকে করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন এবং রবিবার উভয় পক্ষের মামলা ২টি থানায় নথিভূক্ত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করায় রবিবার সকাল ১১ টায় সেনাবাহিনীর সদস্যরা বিষয়টি হস্তক্ষেপ করেন। ফলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম রবিবার এ প্রতিনিধিকে সাক্ষাতে জানান, উভয় পক্ষ পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে এবং উভয় পক্ষের মামলা রুজু হয়েছে। মামলা ২টি নিরপেক্ষ ভাবে তদন্ত চলছে।
বিভাগ