বোদা(পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে। রবিবার(১৫ডিসেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালেস সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব শুরু হয়।অনুষ্ঠানে জেলার বোদা উপজেলার ১২টি প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠানের ১ হাজার ৩'শ শিশু শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র (হুডি) ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে এসকল উপহার তুলে দেন। তেঁতুলিয়া রওশনআরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা উপজেলার নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা,বোদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজিম উদ্দীন,উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল,পঞ্চগড় চেম্বার অব কর্মাস এর পরিচালক ও বোদা উপজেলা ছাত্র দলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল,অবসর প্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা . নয়াদিঘী সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।পর্যায়ক্রমে জেলার প্রার্থমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র.স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হবে।একই অনুষ্ঠানে ওই এলাকার অবসরপ্রাপ্ত গুনি শিক্ষক আলহাজ্ব গোলাম মোস্তফা ও আলহাজ্ব এবার উদ্দিন আহমেদকে সংর্বধনা প্রদান করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নয়াদিঘী সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা সংগীত পরিবেশন করে। পরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে অতিথিদের ক্রেস উপহার প্রদান করা হয়।