Type Here to Get Search Results !

পঞ্চগড়ে জামায়াতের শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখার উদ্যোগে পঞ্চগড় শহর অফিসে শনিবার সকাল ১১ টায় আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও পঞ্চগড় শহর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শহর সেক্রেটারী মোঃ নাসির উদ্দিন, শহর অফিস সম্পাদক মোঃ মঈনদ্দীন, শহর বায়তুলমাল সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, শহর যুব ও মানবসম্পদ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ও শহর শুরা সদস্য মোঃ হাসিবুল ইসলাম। প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন বিজয় দিবসের ৪৮ ঘন্টা পূর্বে বাংলাদেশের বুদ্ধিজীবি দেরকে হত্যা করা হয়।পরবর্তিতে বাংলাদেশের অনেক দেশপ্রেমিক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। সভায় সকল শহিদদের জন্য দোয়া করা হয় । সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে বিপ্লব সাধিত হয়েছে বর্তমানেও দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে । তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশকে নতুনভাবে গড়ার শপথ নিতে হবে।
বিভাগ