Type Here to Get Search Results !

বিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মীজ নাজিয়া নওরীন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডাঃ শাহরিয়ার পারভেজ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ,অ্যাডভোকেট শিরন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সায়েবিন, বিরামপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন,বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন।
বিভাগ