Type Here to Get Search Results !

পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হেসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সকল সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমন্বয়কবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ