খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে সামিন কেবল নেটওয়ার্কের টিভি কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী।
সেরা ও সাফল্যের ৩০ বছর পেরিয়ে এবার ডিজিটাল সার্ভিসে পদার্পন উপলক্ষে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বিকেলে আলোচনা সভায় সামিন কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম দ্বারার সভাপতিত্বে বক্তব্য রাখেনএমদাদুল হক মন্ডল মন্টু, শফিকুল ইসলাম কেবল অপারেটর নাগেশ্বরী,
অপু কেবল অপারেটর রাজারহাট,ফজলুল হক উলিপুর, আব্দুর রাজ্জাক কেবল নেটওয়ার্ক কুড়িগ্রাম, মাইনুল ইসলাম হিরু কেবল অপারেটর নাগেশ্বরী প্রমুখ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার সকল উপজেলার ফিটার ও কেনেটওয়ার্ক সদস্যদের নিয়ে ডিজিটাল টিভি কন্ট্রোল রুম'র শুভ উদ্বোধন করা হয়।