ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুরে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ে নীতি নির্ধারকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যাক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প(SDDB ),কারিতাস দিনাজপুর অঞ্চলের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুরের সভাপতিত্বে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ে নীতি নির্ধারকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা সমন্বয়ক অঞ্জলী হেমরম, এনজিও ফোরামের সভাপতি অশিত চৌকিদার, প্রতিবন্ধী ক্লাবের খানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশাদ আলী, সিংড়া ইউনিয়ন কমিটির সভাপতি সজল চন্দ্র মন্ডল প্রমূখ।এসময় অংশগ্রহণকারী প্রকল্পের ক্লাব প্রতিনিধি ও নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রকল্পের ক্লাব প্রতিনিধি ও নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যগণ এবং প্রবীণদের মাঝে ৮ জনকে ছাগল পালনের জন্য ৯ হাজার ৫ শত টাকার আর্থিক সহায়তা এবং ১০ জনকে ২ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়াও ২ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১০ জনকে ক্রাচ প্রদান করা হয়।