Type Here to Get Search Results !

কাহারোলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আমিনুল ইসলাম, কাহারোল দিনাজপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ- এই প্রতিবাদ্ব্য সামনে রেখে, দিনাজপুরের কাহারোলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে। কাহারোল উপজেলা প্রশাসন ও অমবায় বিভাগের যৌথ আয়োজনে গতকাল শনিবার সকাল ১১ টার দিকে দিবসটি পালন করা হয়।
সমবায়ে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সমবায়ী এবং সুধীজনের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, সহ উপজেলা সমবায়ী সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
বিভাগ