Type Here to Get Search Results !

খানসামায় যুব দিবস উদযাপিত

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" স্লোগানে দিনাজপুরের খানসামায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি,আলোচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকাসহ নানা ট্রেডে যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম 
আজাদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও যুবগণ।
বিভাগ