শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ভাকুড়া (ধনিপাড়া) গ্রামে সোমবার দুপুরে কতিপয় সন্ত্রাসী এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে ।
জানা গেছে, জমি—জমার জের ধরে ওই গ্রামের আব্দুল রশিদ ভ্যানচালক (৬২) কে এলাকার কতিপয় সন্ত্রাসী পিটিয়ে গুরুতর আহত করে।
এলাকার লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেনাবাহিনী ও থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ পীরগঞ্জ থানায় এনেছে। মামলার প্রস্তুতি চলছে।