উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : "দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ"
জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে ,বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা, বৃক্ষ রোপণ, প্রশিক্ষার্থীদের মাঝে সম্মানী ভাতা প্রদান ও সফল আত্মকর্মীকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম সহকারী যুব উন্নয়ন অফিসার, আবু ইসলাম সহকারী যুব উন্নয়ন অফিসার, আজমালুল আলম কম্পউটার অফিসার, সাজ্জাদ হোসেন ক্যাশিয়ার কাম কম্পিউটার ও
নিভারানী রায় প্রকল্পো ব্যবস্থাপক
মহিদের খুব সম্মাজ কল্যান সমিতি (এমজেএস কেএস) প্রমুখ।