আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরাঞ্চলের সর্বশেষ সীমান্তবর্তী এলাকার চিলাহাটি রেলওয়ে স্টেশন এর নবনির্মিত আইকনিক বিল্ডিং এর কার্যক্রম চালুর অপেক্ষায়।
সম্প্রতি বাংলাদেশের রেলওয়ে জেনারেল ম্যানেজার চিলাহাটি আইকনিক রেলওয়ে স্টেশন এর কাজ পরিদর্শন করেছেন।
এ বিল্ডিং এর নিচ তলায় একপাশে থাকছে- কর্তব্যরত স্টেশন মাস্টার রুম, টিকেট বুকিং কাউন্টার, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ, পুরুষ টয়লেট, মহিলা টয়লেট ও প্রতিবন্ধীদের জন্য টয়লেট।
অন্যপাশে থাকছে- কাস্টমস কাউন্টার, কাস্টমস বিশ্রামাগার, ইমিগ্রেশন কাউন্টার, ইমিগ্রেশন বিশ্রামাগার, ইমিগ্রেশন রুম।
উপর তলায় একপাশে থাকছে- ইমিগ্রেশন ম্যানেজার রুম, ইমিগ্রেশন ইনচার্জ রুম, ডিটেনশন রুম (কয়েদি খানা) পুরুষ, ডিটেনশন রুম (কয়েদি খানা) মহিলা, সার্ভিস অ্যাটেনডেন্স রুম, ও সার্ভার রুম। অন্যপাশে থাকছে- ব্যাংক।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজটি শুরু করে। হাইটেক পার্ক সিটি রেলওয়ে স্টেশনের আদলে নির্মিত হয় এ রেলওয়ে স্টেশনটির বিল্ডিং।
একই ক্যাটাগরিতে তৈরি রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের দ্বিতীয় রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিতি লাভ করবে। কার্যক্রম চালুর অপেক্ষায় অর্থাৎ হস্তান্তরের পরপরই কার্যক্রম শুরু হবে নব নির্মিত এ রেল স্টেশনটিতে।
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- অচিরেই ম্যাক্স কোম্পানী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এই আইকনিক বিল্ডিংটি হস্তান্তর করবে। তার পরপরই আমরা পুরাতন স্টেশন ছেড়ে নতুন বিল্ডিং এ স্টেশনের কার্যক্রম চালু করব।