Type Here to Get Search Results !

বোদায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংর্বধনা

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : বোদা উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্যোগে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জামিউল হক এর অবসরজনিত বিদায় সংর্বধনা প্রদান করা হয়।
আজ বুধবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিযার নজির। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্বধনা প্রদান সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক অফিসার আবু ওয়ারেজ।
বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সদ্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামিউল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাকোয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমী আকতার ও ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আনছার মো,রেজাউল করিম শামিম।
একই সভায় বোদা উপজেলায় নতুন যোদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আইবুল ইসলামকে সংর্বধনা প্রদান করা হয়। পরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সদ্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামিউল হক কে ক্রেস প্রদান করা হয়।
বিভাগ