শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মাদকের গড ফাদার নামে পরিচিত ইমাম উদ্দীন (৫০)। তাকে মাদক সম্রাট, আন্ত জেলা মাদক কারবারী সহ তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকের অসংখ্য মামলা রয়েছে।
বহুবার জেল হাজত খেটেও তিনি মাদক ব্যবসা ছাড়তে পারেনি। তাকে এলাকার মানুষ মাদক কারবারীর বড় ডিলার হিসেবে চিনে ও জানে। তার অধিনে রয়েছে ৪০/৫০ জন মাদক কারবারী। তিনি টেকনাফ, কুয়াকাটা, কুরিগ্রাম জেলার রৌমারী, পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ, দানাজপুর ও চান্দেরহাট সীমান্ত দিয়ে এলাকায় মাদক নিয়ে আসেন।
তাকে গ্রেফতারের জন্যে পুলিশ প্রশাসন একাধিকবার পদক্ষেপ নিলেও তার বাড়িতে উন্নত মানের ইলেকট্রনিক প্রযুক্তি থাকায় তাকে ধরা কঠিন হয়ে পড়েছে। মাদক বিক্রয় করার পাশাপাশি তিনি মোটা অংকের টাকা দিয়ে ভেবড়া, বোর্ডহাট, ফকিরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী লালন পালন করেন। তার মাদক ব্যবসায় কেউ প্রতিবাদ করলে অথবা সরকারি কোন সংস্থাকে তথ্য সরবরাহ করলে তাকে শায়েস্তা করার জন্যে সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেন।
ফলে প্রাণের ভয়ে তার এই অবৈধ ব্যবসার তথ্য প্রশাসনকে দিতে এলাকার লোক সাহস পায় না। তার বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ মার্চ ঢাকা মিরপুর মডেল থানায় ৪২/১৮৬ নং, ২০২১ সালের ১৯ মে পীরগঞ্জ থানায় ৮৪/২১নং, ২০২১ সালের ১০ নভেম্বর পীরগঞ্জ থানায় ০৯/২০২১নং, ২০২৩ সালের ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় ৩১১/২৩নং, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় ২৭নং মাদক মামলা সহ দেশের বিভিন্ন জেলায় মাদক মামলা হয়।
প্রতিটি মামলায় তাকে গ্রেফতার হয় এবং মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। জামিনে এসেই তিনি পুনরায় এলাকা সহ বিভিন্ন জায়গায় মাদক কারবারী করছেন। তার এই ব্যবসা বন্ধ না করা হলে এলাকায় আগামীতে মাদকের আরো ভয়াবহতা দেখা দিবে বলে এলাকার সচেতন মহল মনে করেন।
এছাড়া পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে প্রায় ৩ শতাধিক মাদক কারবারী রয়েছে। ইমাম উদ্দীনের পাশাপাশি তাদেরকেও গ্রেফতার করা প্রয়োজন বলে সুশীল সমাজ মনে করেন।
এ ব্যাপারে সোমবার পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান- আমি এ থানায় নতুন যোগদান করেছি ইমাম উদ্দীনকে গ্রেফতার করার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্বক চেষ্টা চলছে।
অপর দিকে মাদক কারবারী ইমাম উদ্দীনের মতামত জানতে চাওয়া হলে তিনি মতামত দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি এলাকার সর্বস্থরের মানুষ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।