এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : চলমান সার সংকট এবং মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ে দিনাজপুরের খানসামায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জরুরী এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান সার ও বীজ সংকটের কারণ ও এই সমস্যা থেকে উত্তরণের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বিসিআইসি ও বিএডিসি সার ও বীজ ডিলার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।