নজরুল ইসলাম,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলা ও বোদা পৌর এলাকায় অর্থনৈতিক শুমারী উপলক্ষে,বোদা উপজেলা ও বোদা পৌর সভার স্থায়ী শুমারী কমিটির এক
অবহিতকরণ সভা বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান দপ্তর এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ,উপজেলা শুমারী সমন্বয়কারী ও দেবীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ মো,আমিন আহসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌকির আহম্মেদ,উপজেলা কৃষি অফিসার নুরনব্বী আহম্মেদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা, বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এলাহী কুদরত –ই-আমিন সাগর ও পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ।
আগামী ১০ ডিসেম্বর এই অর্থনৈতিক শুমারী শুরু হবে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। দশ দিনে বোদা উপজেলা ও পৌর সভার ১৯ হাজার ইউনিট বা পরিবারকে ডিজিটাল মাধ্যমে অর্থনৈতিক শুমারীর আওতায় আনা হবে।
কৃষি ছাড়া যারা অন্যান্য আয়বর্ধক কাজের সাথে সম্পৃক্ত আছেন শুধু তাদেরকেই এই অর্থনৈতিক শুমারীর আওতায় আনা হবে।