Type Here to Get Search Results !

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মেঘলা (৪৫) নামে একজন স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি যাদুর হাট সোনা মনি কেজি স্কুলের সহকারী শিক্ষিকা পদে কর্মরত ছিলেন।
আজ বুধবার সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে পাঁচমাথা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মেঘলার বাড়ি চাপড়া যাদুরহাট এলাকায়। তিনি অত্র এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান- সকালে মেঘলা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে পাঁচমাথা মোড় এলাকা থেকে যাদুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন।
এ সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত চিকিৎসক মেঘলাকে মৃত বলে ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে ।
বিভাগ