Type Here to Get Search Results !

চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা বুলবুল প্রধানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা ফারুক আলম (বুলবুল প্রধান) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে তিনি ১১ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি---- রাজিউন ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি ১ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন।
আজ বুধবার দুপুরে চিলাহাটি মকবুলের ডাঙ্গা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। গার্ড অফ ওনার প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মশিউর রহমান।
উল্লেখ্য- বীর মুক্তিযোদ্ধা ফারুক আলম প্রধান নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের প্রধান পাড়ায় ৭ জানুয়ারী ১৯৫২ সালে জন্ম গ্রহন করেন।