Type Here to Get Search Results !

কাহারোলে ভ্রাম্যমান আদালতে মাদক সেবীকে সাজা প্রদান

আমিনুল ইসলাম, কাহারোল (দিনজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে মাদক সেবনের অপরাধে রনজিত চন্দ্র রায়( ৪৮) একজনকে ২০ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও অর্থদন্ত্র প্রদান করেছে কাহারোল ভ্রাম্যমান আদালত কাহারোল ও সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন। 
আজ মঙ্গলবার দুপুরে কাহারোল বাজার মুরগির মাংসের বাজারে মসজিদের নিচে ক্যানেলের নিচে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছিল।
এমন সময়গোপন সংবাদ সূত্রের প্রেক্ষিতে কাহারোল থানার এস আই শফিকুল ইসলাম ও তার সোর্স সহ তাদেরকে আটকের চেষ্টা চালায়। সকলে পালিয়ে গেল কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত দোন রায়ের পুত্র রঞ্জিত রায় ৪৮ কে পুলিশ আটক করে।
এ সময় তার কাছে ট্যাফেন টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভ্রাম্যমান আদাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রঞ্জিত কে ২০ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ বোরহানউদ্দিন।
বিভাগ