আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে চুলের মুঠি ধরে রিয়াদ ইসলাম নামে একজন সাংবাদিকের মাকে
টেনেহিঁচড়ে মধ্যযোগীয় কায়দায় লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে
পড়া নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় রবিরার রাতে
সাইফুল ইসলাম ও গোলজার হোসেন নামে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ
মাধ্যমে ভিডিওতে দেখা যায়, ষাট উর্দ্ধ ওই নারীর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে
যাওয়া হচ্ছে। এ সময় তাঁকে তিনজন পুরুষ ও দুজন নারী লাঠি দিয়ে বেধড়ক মারপিট করছে।
পেটানোর
দৃশ্য দেখে আশপাশে থাকা শিশুদের ভয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত
শনিবার বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পরেও পুলিশ বাদীর অভিযোগপত্র আমলে নেয়নি।
পরে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে পুলিশ ওই রাতেই মামলা রেকর্ড
করে ও দুজন আসামীকে গ্রেপ্তার করে।
মামলা সুত্রে জানা যায়, ওই নারীর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। বৃদ্ধ মা ও ছেলেকে নিয়ে তিনি
থাকতেন। গত শুক্রবার দুপুরে বাড়ির পাশে ওই নারীর জমিতে গরু ঢুকে তার কেটে রাখা ধান নষ্ট করে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে ওই নারীর ঝগড়া বিবাদ হয়। পরে ওই
দিন বিকেলে গোলজার হোসেন লোকজন নিয়ে ওই নারীর বাড়ির ভিতরে ঢুকে তার চুলের মুঠি ধরে টেনে
হিচড়ে পেটাতে পেটাতে বাইরে নিয়ে আসে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে মাধাইখামার গ্রামবাসী সাংবাদিকদের বলেন,এভাবে একজন নারীকে দিনের বেলায় টেনে হেচড়ে
পেটানো ঘটনাটি কাপুরুষতা। আমরা তাদের কঠিন শাস্তির দাবি জানাই। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাশ্বির জানান, ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো
হয়েছে। এতে ভুক্তভোগী নারীর মায়েরও মাথা ফেটে গেছে। আর ভুক্তভোগী নারীর মাথা ও শরীরের
বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত, তবে তাঁদের সুস্থ হতে খানিকটা সময় লাগবে।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এছাহাক আলী বলেন, এঘটনায়
মামলা হওয়ার সঙ্গে সঙ্গে দ্#ু৩৯;জনকে আটক করা হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় আটক করা
সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতার করতে জোরতৎপরতা চলছে। বদরগঞ্জ থানায় সদ্য
যোগদানকারী ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
পরে ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ থানায়
নিয়িমিত মামলা হিসেবে নথিভুক্ত করার রাতেই ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ
সোমবার দুপুরের দিকে তাঁদের আদালতে পাঠানো হবে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের জোর
তৎপর চলছে।