Type Here to Get Search Results !

নিখোঁজ শিশুর মরদের ভেসে উঠল নদীতে

ছাদেকুল ইনলাম রুবেল,গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক শিশু নিখোঁজ হয়। এ ঘটনার চার দিন পর তার মরদেহ নদীতে ভেসে উঠেছে। মাহিম বাবু নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের নলেয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, মাহিম বাবু গত ১৪ নভেম্বর দুপুরে দাদির সঙ্গে বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটছিল। একপর্যায়ে শিশু মাহিম পায়খানা করে পরিষ্কার হওয়ার জন্য নিজেই নলেয়া নদীতে গেলে আর ফিরে আসেনি। এরপর থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে রোববার সকালে নদীতে মাহিম বাবুর লাশ ভাসতে দেখা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাহিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ