Type Here to Get Search Results !

চিলাহাটিতে পিতা হত্যাকারী পুত্রকে গ্রেপ্তার করলো র‍্যাব

রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ডাঙ্গাপাড়া গ্রামের পিতা হত্যাকারী পুত্রকে গ্রেপ্তার করলো র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর।
আজ রবিবার সন্ধ্যায় র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার মোঃ ওমর ফারুক।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যৌথ অভিযানে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করে এনে নীলফামারী জেলার ডোমার থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য- গত ১৩ নভেম্বর জমি-জমার জেরে বাবাকে কুপিয়ে হত্যা করছে তার নিজ ছেলে আবু বক্কর সিদ্দিক।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ও আসামীর মা মরিয়ম বেগম বাদী হয়ে ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।