আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীর তীরে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউর মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে মাসব্যাপী রাস মেলাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আগামী এক মাস মেলাটি থাকবে বলে রাজ দেবত্বর স্টেডের ট্রাস্টি রনজিৎ সিং জানিয়েছেন।
মেলার আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে কাহারোল উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও কাহারোল সহকারি কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন।