Type Here to Get Search Results !

উলিপুরে নানা আয়োজনে হাতিয়া গণহত্যা দিবস পালিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবস। হাতিয়া ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসররা ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরবেলা নিরীহ ৬৯৭জন মানুষকে নির্মম ভাবে হত্যা করে।
এরপর থেকে স্থানীয়ভাবে হাতিয়া দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮ টয় হাতিয়া গণহত্যা দিবস পালন কমিটির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলিপুর উপজেলা শাখার আহবায়ক আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও ফারুক আহমেদ বাতেন সরকার এর সঞ্চালনায় অন্তপুর শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ, আলোচনসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুড়িগ্রাম জেলার আহবায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: নুরুজ্জামান, চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার,ভুরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলিপুর উপজেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান, ডাক্তার মোজাহার আলী, হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ।
বিভাগ