আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির শাখারিয়া পাড়ার মকবুল হোসেনের ছেলে দিনমজুর সাজু গত ১১ অক্টোবর সড়ক দুর্ঘটনায় আহত হন, তার পায়ের হাড় ভেঙে এবং রগ ছিঁড়ে যায়।
অসুস্থ সাজুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর সময় ডাক্তার বলেছেন তার চিকিৎসা করালে সে আবার সুস্থ্য স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারবে।
তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। অসহায় দিনমজুরের এই পিতা হিমশিম খাচ্ছে তার ছেলেকে সুস্থ্য করে তুলতে।
তাই সমাজের বিত্তবান মানুষের কাছে হাত পাতিয়েছেন তার পিতা। আপনাদের একটু সহযোগিতা পেলেই সাজু আবার পূর্বের মতো চলাফেরা করতে পারবে।
তাকে সাহায্য পাঠাবার ঠিকানা :-
সাজু মিয়া,
বিকাশ (পার্সোনাল) : 01746658017