Type Here to Get Search Results !

পীরগঞ্জে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কৌশল শিখন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা পুলিশ স্টেশনে রবিবার সকাল সাড়ে ১০টায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণ কৌশল শেখান। 
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা অগ্নিকান্ডের ঘটনা ঘটলে উহা দ্রুত নিয়ন্ত্রণ করার বিষয়ে বিভিন্ন কৌশল শিখেন। ওই সময় আশে পাশের লোকজন, পথচারী ও স্থানীয় জনতা থানায় গিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণের কৌশল শেখার জন্যে ভীড় জমায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অগ্নিকান্ডের ঘটনার বিভিন্ন কারণ বর্ননা করেন এবং প্রতিরোধ করার কৌশল সম্পর্কে সকলকে ধারণা দেওয়া সহ সচেতন করেন। ওই সময় পুলিশ সদস্য, স্থানীয় জনতা ও সংবাদ কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কৌশল শিখেন।
বিভাগ