আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের কাহারোলে দস্যুতা মামলায় কাহারোল ২ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাহারোল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মিত্র কে গত ৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে কাহারোল বাজার সিনেমা হল রটস্থ একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করেছে কাহারাল থানা পুলিশ।
আজ রোববার তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে । জানা যায় গত ৭ আগস্ট ২০২৪ রাত সাড়ে দশটার দিকে কাহারোল উপজেলার পূর্ব শাদিপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন ও তার দুই বন্ধু, মেজবাহুল হক ও মোহাম্মদ রায়হান কাহারোল বাজার হতে ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের অধীন তেলেঙ্গির বাজারে যায়, সেখানে যাওয়া মাত্র তার ডিসকভার ১৩৫ সিসি মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়া হয়।
এই ঘটনায় দিনাজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, কাহারোল উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক সহ ২০ জনের নামে কাহারোল থানায় একটি দস্যুতা মামলা দায়ের হয়, মামলা নং ২/৯/২০২৪ সঞ্জয় মিত্র কে দস্যুতা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে কাহারোল
থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন।