আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে
ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এতে করে ওই বিদ্যালয়ের দুইসহ ৪জন ব্যক্তি আহত হয়।
এ
ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ
পাঁচপীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিসংক্রান্ত একটি বিষয় নিয়ে গত
বৃহস্পতিবার সেখানে বদরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে তাকে ঘিরে চা চক্রের একটি আয়োজন করা হয়। সেখানে সকলের
মধ্যে নাস্তা বিতরণ করেন বিদ্যালয় এলাকার আশরাফুল নামে এক যুবক। তিনি সকলের
মাঝে নাস্তা বিতরণ না করে সেগুলো গোপনে নিজের কাছে রেখে দেন। এনিয়ে
সহকারী শিক্ষক আজিজার রহমান প্রতিবাদ করলে আশরাফুল শিক্ষকের উপর চড়াও হয়ে
ওঠে। পরে তিনি লোকজন নিয়ে এসে বিদ্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। এসময় বাধা
দিতে গেলে প্রতিপক্ষরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো.
জোবায়দুল হক, সহকারী শিক্ষক আজিজার রহমান, গ্রামবাসী তৌফিক আলী ও
জাহাঙ্গীর আলমকে একই সাথে মারধর করে। অন্যান্য গ্রামবাসীরা তাতক্ষণিক
আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসার জন্য ভর্তি করে।
এবিষয়ে গতকাল শনিবার ভুক্তভোগী শিক্ষক আজিজার রহমান বলেন, আশরাফুল হক
উপস্থিত লোকজনের মাঝে নাস্তা (চানাচুর) বিতরণ না করে নিজের কাছে লুকিয়ে
রেখেছিল। আমি বিষয়টি বুঝতে পেরে এর প্রতিবাদ করায় তারা স্বপরিবার মিলে
লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ে এসে আমাদেরকে মারধর করেছে।
সেইসাথে তারা
বিদ্যালয়ে হামলা চালিয়ে সরকারী সম্পদ ভাংচুর করেছে। পরে আমি বাদী হয়ে
আক্তারুল হক, আশরাফুল আলম. আরিফুল ইসলাম ও আনারুল হককে আসামী করে
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। তবে অভিযুক্ত আক্তারুল
হক তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছে।