Type Here to Get Search Results !

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় র‍্যালী ও আলোচনা সভা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে ব্যানার, ফেস্টুন ও পতাকাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে পাকেরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গ্রোয়ার্স মার্কেট উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা আব্দুল জলিল, জিল্লুর রহমান ও সেলিম শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভাগ