আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় সংগতি ও বিপ্লব দিবস পালিত হয়েছে।
দেবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে বেলা ১২ টায় জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় কার্যালয়ে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা পারভীন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক মতিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমরান সরদার, সহ অনেকেই বক্তব্য রাখেন ।