Type Here to Get Search Results !

চিলাহাটি সব্দিগঞ্জ বনবিভাগের গাছ কর্তন : আটক- ১

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির গোসাইগঞ্জ বনবিভাগের গাছ দিন-রাত কর্তন করছে একদল বনদস্যু। সেখানে কেউ বাধা দিতে গেলে তাদের হেনস্তা করে তারা।
বন বিভাগের কর্মকর্তারা গাছ কর্তনে বাধা দিতে গেলে তাদেরও ভয় দেখিয়ে বাধার মুখে রাখে। দীর্ঘ কয়েকদিন থেকে উড়াধুরা ভাবে সব্দিগঞ্জ বনবিভাগের গাছ কর্তন করে আসছে এই বনদস্যুরা।
এভাবে দিন–রাত প্রায় কয়েক বিঘা জমির গাছ কর্তন করে আসছেন তারা।
এরই এক পর্যায়ে সব্দিগঞ্জ বনবিভাগের কর্মকর্তারা প্রসাশনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা ভূমি কর্মকর্তা, ডোমার থানা পুলিশ এবং বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
সে সময় গাছ কর্তনকারী বনদস্যুরা সেখান থেকে পালিয়ে যায়। গাছ কাটার অভিযোগে ঘটনাস্থল থেকে তফি ও তোফার পিতা সুবহানকে ডোমার থানা পুলিশ আটক করে নিয়ে যায়।