Type Here to Get Search Results !

ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : গাইবান্ধার পলাশবাড়ীতে ৮ম শ্রেনীতে অধ্যায়নরত স্কুল ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে ৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের এম কে এস মডেল উচ্চ বিদ্যালয়ে।
বালাবামুনিয়া গ্রামের আসাদুজ্জামান জানান সমিতিরহাট এম কে এস মডেল স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মোমিনের সাথে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী তাহমিনার দীর্ঘ দিন থেকে মন দেয়া নেয়া হয়ে আসছিলো। এরইধারাবাহিকতায় ৪ নভেম্বর তাহমিনা স্কুলে আসলে সবার অজান্তে শিক্ষক মোমিন ছাত্রী তাহমিনা কে নিয়ে অজানার উদ্দেশ্য পারি জমায়।
তাহমিনা পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের তৈয়বর রহমানের মেয়ে ও মোমিন একই উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামেন ওসমান আলীর ছেলে। ঘটনার পর ছাত্রী পরিবারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।
বিভাগ