Type Here to Get Search Results !

বোদা পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহিৃতকরণ ও তার সমাধান কল্পে প্রাধিকার তালিকা করনের লক্ষ্যে পৌরসভার সকল পর্যায়ের নাগরিকদের অংশগ্রহণে, বোদা পৌরসভার উদ্যোগে রবিবার(৩ নভেম্বর) বোদা উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ। পৌর প্রশাসক ও বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াত, বোদা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিম উদ্দীন, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব মোঃ দিলরেজা ফেরদৌস চিম্ময়।
বিভাগ