নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সহ চারটি পদে ও দিনাজপুর অঞ্চলের সভাপতি পদে ২০২৪ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ ভোট কেন্দ্রে শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ।
নির্বাচনে মোট ১১১ জন ভোটারের মধ্যে ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ১০০ আর অবৈধ ভোট পড়ে একটি। আর ১০ জন ভোটার ভোটদান থেকে বিরত থাকেন। এই নির্বাচনে প্রতিটি পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরিবেশে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি পদে জিয়াউল হক পলাশ পেয়েছেন ৯৮টি ভোট আর দীপক চন্দ্র রায় পেয়েছেন দুইটি ভোট। ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ৪ পদে ভোট গ্রহণ হয়।
আর ৩৭ পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া দিনাজপুর অঞ্চলের সভাপতি পদে আরিফুর রহমান পেয়েছেন ৭৭টি ভোট আর মনিরুল ইসলাম পেয়েছেন ২৩ টি ভোট।
১১ সদস্য বিশিষ্ট কমিটির শুধু সভাপতি পদে ভোট গ্রহণ হয়। আর ১০টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চারটি পদের ও দিনাজপুর অঞ্চলের সভাপতি পদের ২০২৪ সালের নির্বাচনে পঞ্চগড় ভোট কেন্দ্র অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে ও ইউনিয়ন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মনসুর আলী সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন। সকাল থেকে ভোটেররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য- গত ২৮শে সেপ্টেম্বর বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটের পঞ্চগড় জেলা কমিটির ১৭ সদস্য বিশিষ্ট কমিটির পদ গুলোতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।