নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য কে নিয়ে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বোদা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা সমবায় অফিসার এ.এফ.এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম উদ্দীন, বিএনপি নেতা আসাদুল্লাহ আসাদ। কর্মসূচীতে বোদা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ অংশগ্রহণ করে।
আলোচনা সভার আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।