Type Here to Get Search Results !

কাহারোলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আমিনুল ইসলাম (কাহারোল) দিনাজপুর : দিনাজপুরের কাহারোলে স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী করা হয়েছে। আজ ৫ নভেম্বর মঙ্গলবার, কাহারোল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, এ মেলার আয়োজন করা হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য রাখেন দিনাজপুরকৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবি মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ জাফর ইকবাল, কাহারোল সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকারানী সেহানবীশ, থানা অফিসার ইনচার্চ মোঃ রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ আফিজার রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সারওয়ার মুর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কাহারোল বিএফ এর সভাপতি মোঃ নুরুল ইসলামকৃষি সম্প্রসারণ অফিসার মোঃ খুরশিদ জাহান সহ কৃষি সুবিধাভোগী ও সুধীজন। অনুষ্ঠানেউপস্থিত ছিলেন।
বিভাগ