Type Here to Get Search Results !

সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে বুয়েট এর শিক্ষার্থী শহীদ আরবার ফাহাদ এর স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ ৭ অক্টোবর সোমবার সকালে মৌন মিছিলটি কলেজ চত্বর প্রর্দক্ষিন করে স্মরণ সভায় মিলিত হয়। পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল কবির মাজেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল, আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মেজবাহ আহম্মেদ প্রান্ত,সিয়াম সরকার সিনহা,শাওন, সাদ্দাম,নুর আলম,সেলিম হাসান,এখলাছ মিয়া,লিখন কুমার, সজীব কুমারসহ অন্যান্যরা।
বিভাগ