Type Here to Get Search Results !

বোদায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নজরুল ইসলাম,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র দেখতে পাচ্ছি।
গণতন্ত্র নর্স্যাতে ষড়যন্ত্র শেষ হয় নাই, নতুন করে ষড়যন্ত্রের দানা বাধছে। গণতন্ত্রের ধারাবাকিহতা অব্যহত রাখতে তিনি অতিদ্রুত নির্বাচনের দাবী জানান। তিনি বিএনপি নেতাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠন কে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন আমাদের দ্বারা যেন সাধারণ মানুষের কোন ক্ষতি না হয়। বিপদে আপদে সাধারন মানুষের পার্শ্বে দাড়াতে হবে।
তিনি রবিবার (২৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলার বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বোদা উপজেলা ও বোদা পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বোদা উপজেলা যুব দলের আহবায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান অলি ও আফসারুল ইসলাম।
আলোচনা সভায় বিএনপির নেতা আখতার হোসেন হাসান, আব্দুল মান্নান, হকিকুল ইসলাম, আব্দুস সামাদ তারা, আসাদুল্লাহ আসাদ, দিলরেজা ফেরদৌস চিম্ময়, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন জুয়েল, আবু বক্কর সিদ্দিক মহব্বত উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বোদা উপজেলা ১০ টি ইউনিয়ন ও বোদা পৌরসভার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল বণাঢ়্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিভাগ