Type Here to Get Search Results !

কাহারোলে ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, কাহারোল দিনাজপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের কাহারোলে ক্ষেত মজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০অক্টোবর ২০২৪ এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শ্যামচরণ রায় কে সভাপতি ও সুরেশ চন্দ্র রায় কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সম্মেলনে ক্ষেতমজুর নেতা যোগেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেতমজুর সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাহারোল উপজেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাস্টার, বাংলাদেশ কৃষক সমিতির নেতা সৈয়দ আলী অভিলাষ রায়, কিশোর কুমার রায়, পল্লী চিকিৎসক মানিক চন্দ্র রায়, ক্ষেত মজুর নেতা সুশিলা বালা, সুরেশ চন্দ্র রায় প্রমুক।
বিভাগ