ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার পলাশবাড়ী উপজেলায় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
নিহত হাফিজার রহমান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
রোববার (৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এই সময় হাফিজার রহমান তার ঘর মেরামতের করছিলেন। এসময় অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎ তারে জড়িয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন বলেন, ওইস্থানে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজার রহমান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।