Type Here to Get Search Results !

বোদায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার উদ্যোগে রবিবার (২৭ অক্টোবর) বিকালে পঞ্চগড়ের বোদা ধান হাটি মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ আশরাফুল আলম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল বাসেত এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও বোদা উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, থানা সেক্রেটারী তরিকুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী জাহিদুর রহমান, থানা যুব সংগঠনের সভাপতি তসলিম উদ্দীন, পৌর জামায়াতের সভাপতি রেজাউল করিম, সেক্রেটারী হেলাল উদ্দীন ও পৌর ছাত্র শিবির এর সভাপতি নাজমুন শাকিব বক্তব্য রাখেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বোদা উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জামায়াতের নেতা কর্মীরা অংশ নেয়।
বিভাগ