নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু পরোলোক গমণ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক কালের কন্ঠ, বিডি নিউজ, দিগন্ত টিভিসহ প্রথম সারির একাধিক গণমাধ্যমে পঞ্চগড় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পরিবারে তার স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রয়েছেন। মেয়ে একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আর ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। দীর্ঘদিন অসুস্থার কারণে খেয়ে না খেয়ে জীবনযাপন করতেন তিনি।
চিকিৎসার খরচ জোগাতে ইতিমেধ্য জেলা শহরের কামাতপাড়া মহল্লার ছয় শতক ভিটেমাটিও বিক্রি করেন তিনি।