আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
"ছাত্র-জনতার অঙ্গীকার-নিরাপদ সড়ক হোক সবার" এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী রেলি, আলোচনা সভার ও সমাবেশ অনুষ্ঠানের অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্বতীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ধানহাটিতে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে, অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডিন আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে হলে আঞ্চলিক মহাসড়ক গুলিতে ডিভাইডার দিতে হবে।আমাদের সবাইকে আইন মেনে চলার প্রবণতা বাড়াতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকল সেক্টরে সংস্কার করতে হবে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে আমাদের অনেক আইন আছে তবুও কি আমরা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পেরেছি?পারিনি!আর এটিই চরম সত্য কথা।তবে এক্ষেত্রে আমি মনে করি,আমাদের টোটাল সিস্টেমে পরিবর্তন আনতে হবে।তবে সম্ভব। ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা সে বিষয়টিতে নিরাপদ সড়ক চাইয়ের সাথে আছি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। তাই সড়কে চলার সময় সচেতনতার প্রসঙ্গে কোন কম্প্রোমাইজ নয়। থানার চার্জ অফিসার মো. আরিফুজ্জামান একই মন্তব্য করেন। বিশেষ অতিথির বক্তব্যের সড়কে সড়কের শৃঙ্খলা ফেরাতে দিকনির্দেশন মূলক বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,সংগঠনের সহ-সভাপতি ডা.সোলায়মান মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও হাফিজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক এম শাহেদ ইসলাম,দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,মহিলা বিষয়ক সম্পাদক সীমা হক,সদস্য ফজলে রাব্বি,জাকির আহমেদ,হাফেজ এন্তাজুল ইসলামসহ আরো অনেকে।সংগঠনের সভাপতি লিমন হায়দার সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।বক্তব্যের শেষে ফুলবাড়ীর গত এক বছরের চিত্র তুলে ধরে বলেন,২২অক্টোবর ২০২৩ হতে ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১০৩ টি ছোট বড় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন।
এসব দূর্ঘটনায় কম ও গুরুতর আহত হয়েছেন ১৮৫জন। সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরন করেছেন ৩জন। অনুষ্ঠানের সুধীজন, শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ ও সর্বস্তরের শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে সড়কে আহত পঙ্গুত্ববরণ কারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।