Type Here to Get Search Results !

আর্তনাদ

























আর্তনাদ 
 --> বদরুদ্দোজা বুলু 

.......... হয়তো নয়,
আসবো না আর কৃতিত্বের দাবি নিয়ে
দায়িত্ববোধটা আমার কর্তব্য ছিলো
আর কর্তব্য কখনো প্রতিদান চায় না
সৃষ্টির উষা লগ্ন থেকে চিরাচরিত নিয়ম
এমনটি তোমাকেও পালন করতে হবে
তখন হয়তো পড়বে মনে
হাজার জনের সামনে ঝরবে অশ্রু
দেখবে না কেউ সে অশ্রু
নিজের বাহুতে নিজেই করছি আঘাত
দাগবিহীন আঘাত
সে আঘাতের অজস্র যন্ত্রণা
যা চোখ দিয়ে দেখা যায় না
যা শুধু মস্তিস্ক অনুভব করবে।
চাওয়া না চাওয়া
 পাওয়া না পাওয়া
শুধু বুকটা হা-হা-কার করবে
কেবল নিরালায় বসে ভাববে
হয়তো অভিমান শেষে ফিরবে
শুরুতে বলেছি
আবারও বলছি
হয়তো নয়,
আর কখনো ফিরবো না এ আঙিনায়।

রচনাকাল-- ১৫/১০/২০১৯
বিভাগ