Type Here to Get Search Results !

জামে মসজিদ উন্নয়ন কল্পে তফ্সীরুল কুরআান মাহ্ফিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীর পার আমলাগছী দক্ষিণপাড়া আশরাফিয়া জামে মসজিদ উন্নয়ন কল্পে ১৩ তম তফ্সীরুল কুরআন মহাফিল অনুষ্টিত হয়। 
১৮ অক্টোবর শুক্রবার রাতে পার আমলাগছী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাও আব্দুল মজিদ আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, পরিচালক,মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা,ঢাকা হাফেজ মওঃ মোঃ শরিফুল ইসলাম -ঢাকা,২য় বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আলোচক,এটিএন বাংলা ও এশিয়ান টিভি ঢাকা মাওঃ মোঃ এমদাদুল হক। উক্ত মাহ্ফিলে প্রধান অতিথির সফর সঙী হিসাবে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর, বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আনজু,আজাহার,উপজেলা বিএনপির সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,দপ্তর সম্পাদক মোস্তাক,প্রচার সম্পাদক সেলিম বিএনপি নেতা আবুল বাসার লিটন আজাদুল আকন্দ,শফিকুল ইসলাম ছকু, ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল,৬ নং বেতকাপা ইউনিয়ান বিএনপি আহবায়ক নুরনবী মৃধা, সদস্য সচিব শিমুল প্রমুখ।
বিভাগ